অনলাইন ডেস্ক :
গডজিলা ও কিং কং চরিত্র দুটি বেশ কয়েক বছর ধরেই আলাদা করে সিনেপ্রেমীদের মনে জায়গা করে নিয়েছে। এই দুই চরিত্র আবার আসছে পর্দায়। প্রকাশ পেয়েছে ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’-এর ট্রেলার। মনস্টারভার্সের এই পঞ্চম কিস্তির ট্রেলারে দেখা গেছে নতুন এক গডজিলাকে। সেই সাথে দেখা গেছে ছোট কং-কেও। ছবিটি মুক্তি পাবে ২০২৪-এ। ট্রেলারের শুরুতেই দেখা যায় পিরামিডের পাশে মাটি ফুড়ে প্রকা- এক হাত উঠে আসে। বিশ্বের মধ্যে লুকিয়ে থাকা এক বিশাল অনাবিষ্কৃত হুমকি নিয়ে লড়াই হবে কং ও গডজিলার।
ছবিতে টাইটানদের ইতিহাস, তাদের উৎস, স্কাল আইল্যান্ড এবং তার বাইরের রহস্যগুলো তুলে ধরবে। সাথে দেখানো হবে পৌরাণিক যুদ্ধ যার মাধ্যমে এই প্রানীর সৃষ্টি হয় এবং তারা মানবজাতির সাথে যুক্ত হয়। ‘গডজিলা এক্স কং দ্য নিউ এম্পায়ার’ পরিচালনা করেছেন অ্যাডাম উইনগার্ড। তিনিই ২০২১ সালের সাড়া জাগানো ‘গডজিলা ভার্সেস কং’ পরিচালনা করেছিলেন। এবারের ছবিতেও আগের চরিত্রেই দেখা যাবে রেবেকা হল, ব্রিয়ান টাইরি ও কেলি হটলকে। এছাড়া এবার নতুন যোগ হয়েছেন ড্যান স্টিভেনস এবং ফালা চেন হপ। সূত্র: হিন্দুস্তান টাইমস
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব