January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, June 4th, 2023, 5:48 pm

গাইবান্ধায় আন্তঃ জেলা বিদেশী মুদ্রা প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তর

জেলা প্রতিনিধি, গাইবান্ধা :

গাইবান্ধায় বিদেশি মুদ্রা চক্রের সদস্য মোঃ বাবলু মিয়া ওরফে ক্যারাইসি বাবু (৩৫) ও শামীম মিয়া (২৯) নামের দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ওমান রাষ্ট্রের ১০০ বাইসাসহ আরো ১০২ নোট জব্দ করা হয়। প্রতিটি বাইসা বাংলাদেশের ২৩ টাকার সমমান। রোববার দুপুরে গাইবান্ধা জেলা পুলিশ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) ইবনে মিজান। গ্রেপ্তারকৃত বাবলু মিয়া সাদুল্লাপুর উপজেলার দক্ষিণ হাটবামুনি গ্রামের লাল মিয়ার ছেলে ও শামীম মিয়া গাইবান্ধা সদর উপজেলার পূর্ব পিয়ারাপুর গ্রামের আব্দুর রশিদ সরকারের ছেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতরা আন্তঃজেলা বিদেশী মুদ্রা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা গাইবান্ধা সদর থানাসহ জেলার সকল উপজেলায় সাধারন জনগনকে প্রলোভন দয়ে বিভিন্ন রাষ্ট্রের মুদ্রা দেখিয়ে প্রতারনার করে মোটা অংকের টাকা হাতিয়ে নিতো। এরই ধারাবাহিকতায়বাবলু মিয়া ও শামীম মিয়া ১৫ মে দুপুর আড়াইটার দিকে গাইবান্ধা শহরের নিউ গোধূলী হোটেলের অপর পাশে ভিকটিম আলম মিয়াকে ওমান রাষ্ট্রের ১০০ বাইসা দেওয়ার নামে ১ লাখ ৩০ হাজার টাকা হাতিয়ে নেয়।

এ ব্যাপারে ভুক্তভোগি গাইবান্ধা থানায় গাইবান্ধা সদর উপজেলার দক্ষিন হরিনসিংহা গ্রামের মোঃ নুরুল হরে ছেলে মোঃ এনামুলসহ চারজনের নামে অভিযোগ দায়ের করেন। উক্ত অভিযোগের ভিত্তিতে এনামুল হকের বাড়িতে অভিযান চালিয়ে ওমান রাষ্ট্রের ১০০ বাইসাসহ আরো ১০২ টি নোটসহ প্রতারনার ৪০ হাজার টাকা উদ্ধার করে পুলিশ। কিন্ত পুলিশ আসার আগেই এনামুল গা ঢাকা দেয়। অতিরিক্ত পুলিশ সুপার আরও বলেন, এই চক্রের সাথে জড়িত অন্যদের অনুসন্ধান অব্যাহত রয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জনাব মোঃ ইব্রাহিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), জনাব আবদুল্লাহ আল-মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), শুভ্র দেব, সহকারী পুলিশ সুপার, অফিসার ইনচার্জ(সদর থানা)