গাজীপুরে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছে। এতে আহত হয়েছে আরও ৮ জন। শুক্রবার সকালে জেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কোনাবাড়ির থানার বাইমাইল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
কোনাবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. আবুল কাশেম জানান, শুক্রবার (৪ আগস্ট) সকাল ছয়টার দিকে একটি মাইক্রোবাসে করে কয়েকজন বন্ধু কাশিমপুর থেকে কিশোরগঞ্জের নিকলির উদ্দেশে যাচ্ছিলেন। মাইক্রোবাসটি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বাইমাইল এলাকায় পৌঁছলে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দাঁড়ানো কাভার্ডভ্যান ও সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা খায়। এতে গাড়িতে থাকা চালকসহ ১০জন আহত হয়।
তাদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল ও শেখ ফজিলাতুন্নেসা মুজিব মেমোরিয়াল হাসপাতালে নেয়া হলে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। লাশ দুটি ওই দুই হাসপাতালে আছে। আহতদের চিকিৎসা দেয়া হচ্ছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি বলে জানান এসআই।
—-ইউএনবি
আরও পড়ুন
মাল্টার নাগরিকত্ব চেয়েও পাননি তারিক সিদ্দিকের স্ত্রী-মেয়ে
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও