January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, September 5th, 2021, 8:39 pm

গাভীর বিরল মায়া

আব্দুল বারী স্বপন, রংপুর:
রংপুরের গঙ্গাচড়ায় একটি গাভীর বিরল মায়ার সংবাদ চারদিকে ছড়িয়ে পড়েছে। গাভীটি একটি ছাগলের বাচ্চাকে নিজের বাচ্চার মত দুধ খাইয়ে বড় করছে। বিষয়টি এক নজর দেখার জন্য ওই বাড়িতে লোকজন ভিড় করছে। জানা যায়, গঙ্গাচড়া ইউনিয়নের মেডিকেলপাড়ায় মরহুম সাংবাদিক ইমদাদুল হক মিলনের স্ত্রী মেহেরুন নেছা ওরফে চায়না একটি গাভী ও একটি ছাগল পালন করছেন। ছাগলটির বাচ্চা প্রসবের পর মা ছাগলটি মারা যায়। ছাগলের বাচ্চাটিকে বাঁচাতে চায়না তার পালিত গাভীর দুধ খাওয়াতে শুরু করে। গাভীর বাচ্চা আগেই হয়ে ছিলো। চায়না আদর করে গাভীর বাচ্চাকে ‘বাহাদুর’ ও ছাগলের বাচ্চাকে‘রবি’ নামে ডাকে। ওই নামে চায়না ডাক দেলেই ছুটে আসে ওই ছাগল ও গরুর বাচ্চা। ছাগলের বাচ্চা ও নিজের বাচ্চা দুজনকেই গাভীটি নিজ সন্তানের মতোই দুধ পান করে আসছে। এখন আর ধরে ছাগলের বাচ্চাকে গাভীর দুধ খাওয়াতে হয়না বলে জানান চায়না। চায়না আরো জানান, যখন ক্ষুধা লাগে তখন নিজেই দুধ খেতে যায় এবং গাভী দুধ দেয়। এভাবে গাভীর দুধ খেয়ে এখন ছাগল বাচ্চাটি বেশ বড় হয়েছে। বয়স প্রায় ৯ মাস। আর গাভীর বাচ্চাটির বয়স প্রায় ১০ মাস। এদের দু’জনের মধ্যে বেশ ভাবও রয়েছে। যেন একই মায়ের দুই সন্তান।