অনলাইন ডেস্ক :
ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি নির্মাণাধীন সাততলা ভবন থেকে লিফট ছিঁড়ে পড়ে ৮ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাজ্যের আহমেদাবাদ শহরের মর্যাদাপূর্ণ গুজরাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে।
ডেপুটি পুলিশ কমিশনার লাভিনা সিনহা স্থানীয় গণমাধ্যমকে বলেছেন, প্রাথমিকভাবে জানা যায় যে শ্রমিকদের বহনকারী লিফটটি সাততলা থেকে মাটিতে পড়ে যায় এবং এতে করে আটজন নিহত হয়।
এছাড়া দুর্ঘটনার তদন্তের নির্দেশ দেয়া হয়েছে।
কর্মকর্তা বলেছেন, ভবন নির্মাণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃক চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার পরিচালকদের অবহেলার জন্য মামলা করা হতে পারে।
সারাদেশে নির্মাণ সাইটে কাজ সংক্রান্ত দুর্ঘটনায় প্রতি বছর শত শত শ্রমিক মারা যায়, যেখানে নিরাপত্তা বিধি খুব কমই মানা হয়।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী