অনলাইন ডেস্ক :
নির্বাচনী প্রচারণার সময় গুলিতে আহত জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে মারা গেছেন বলে জানিয়েছে দেশটির এনএইচকে টেলিভিশন।
পশ্চিম জাপানের নারাতে শুক্রবার বক্তব্য শুরু করার কয়েক মিনিট পর পেছন থেকে গুলি করা হয় আবেকে। তাকে জরুরি চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল, তবে তার শ্বাসকষ্ট ও হৃদপিণ্ডের ক্রিয়া বন্ধ হয়ে গিয়েছিল। পরে হাসপাতালে তাকে মৃত ঘোষণা করা হয়।
৬৭ বছর বয়সী আবে ২০২০ সালে শারীরিক কারণে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন।
পুলিশ হামলার ঘটনাস্থল থেকে সন্দেহভাজন বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
দেশটির প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেছেন, আবে ‘গুরুতর অবস্থায়’ ছিলেন এবং তিনি আশা করেছিলেন আবে বেঁচে যাবেন।
প্রকাশিত ফুটেজ-এ দেখা গেছে, আবে রক্তাক্ত অবস্থায় নিচে পড়ে গেলে বেশ কয়েকজন নিরাপত্তারক্ষী তার দিকে ছুটে যান। এ সময় আবেকে বুক চেপে ধরেতে দেখা গেছে।
প্রত্যক্ষদর্শীরা হামলার সময় গুলির শব্দ শোনার কথা জানিয়েছেন।
হত্যার চেষ্টার সন্দেহে নারা প্রিফেকচারাল পুলিশ ৪১ বছর বয়সী তেতসুয়া ইয়ামাগামি নামক এক ব্যক্তিকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে। সন্দেহভাজন ব্যক্তি ২০০২ এর দশকে তিন বছর মেরিটাইম সেলফ-ডিফেন্স ফোর্সে কাজ করেছিল।
আরও পড়ুন
চিকিৎসার জন্য বেগম খালেদা জিয়ার লন্ডন যাওয়ার দিনে সৃষ্ট যানজটে বিএনপির দুঃখ প্রকাশ
মাসুদা ভাট্টির বিষয়ে রাষ্ট্রপতিকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের প্রতিবেদন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার