January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 8th, 2022, 1:15 pm

গুলিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত ২

ছবি: সংগৃহীত

রাজধানীর গুলিস্তানের মুরগিপট্টিতে বাস উল্টে দুজন নিহত ও তিনজন আহত হয়েছেন। শনিবার সকালে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের নাম ও পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি বলে ফায়িার সার্ভিস সূত্রে জানা গেছে।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদরদপ্তরের উপসহকারী পরিচালক (মিডিয়া সেল) মোহাম্মদ শাজাহান শিকদার জানান, সকাল পৌনে ১০টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যান।

তিনি বলেন, ‘মৃতদেহগুলো পুলিশের কাছে হস্তান্তর এবং আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।’

—ইউএনবি