January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, June 29th, 2022, 7:15 pm

গোসাইরহাটে বিআরটিসি বাস চালু হলেও ডামুড্যা বাসী হতাশায়

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

গোসাইরহাট থেকে তিনখাম্বা হয়ে পদ্মাসেতু পাড়ি দিয়ে ঢাকা পর্যন্ত বিআরটিসি বাস চালু হয়েছে। তাই গোসাইরহাটের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা সৃষ্টি হয়েছে। গোসাইরহাট তথা শরীয়তপুর জেলার মানুষ এখন থেকে সরাসরি পদ্মা সেতু পাড় হয়ে ঢাকায় যেতে পারবে। ব্যবসা বাণিজ্য প্রসার ঘটবে। ঢাকায় যাতায়াতে সময় কমে আসবে। কিন্তু ডামুড্যায় বিআরটিসি বাস না দেওয়ায় এলাকার জনগণের মধ্যে হতাশা বিরাজ করছে। এ ব্যাপারে ডামুড্যা অধিবাসী মোঃ জাকির হোসেন হতাশা প্রকাশ করে বলেন নড়িয়া, গোসাইরহাট, ভেরদগঞ্জে বিআরটিসি বাস চালু হলেও ডামুড্যাবাসী বিআরটিসি বাস হইতে বঞ্চিত। ছাত্র মোঃ ফয়সাল কাজী বলেন আমরা ডামুড্যাবাসী বিআরটিসি বাস কবে পাবো এবং স্বাচ্ছন্দে ঢাকায় যেতে পারবো। ব্যবসাীয় মোঃ সাকিব হোসেন ডামুড্যা এলাকা অন্যান্য উপজেলা হইতে উন্নত এবং ব্যবসা বাণিজ্যের প্রসার হওয়া সত্বেও বিআরটিসি বাস না দেয়ায় হতাশা প্রকাশ করেন।