January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, April 10th, 2022, 9:05 pm

গ্রামীণ নারীদের মাতৃত্বকালীন ভাতা বৃদ্ধির সুপারিশ সংসদীয় কমিটির

ফাইল ছবি

দরিদ্র পরিবারের গর্ভবতী গ্রামীণ নারীদের মাসিক মাতৃত্বকালীন ভাতা ৮০০ টাকা থেকে বাড়িয়ে এক হাজার টাকা করার সুপারিশ করেছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।
এছাড়া কমিটি ডিজিটালাইজেশনের যুগে প্রত্যেক সংসদ সদস্যের (এমপি) জন্য পাঁচটি সেলাই মেশিন বরাদ্দের পাশাপাশি পাঁচটি কম্পিউটার বরাদ্দের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার জন্য মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে সুপারিশ করেছে।
রবিবার সংসদ ভবনে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ৩১তম সভায় এসব সুপারিশ করা হয়। সংসদীয় বডির চেয়ারপার্সন মেহের আফরোজ (চুমকি) সভায় সভাপতিত্ব করেন। সংসদের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
এছাড়া মহিলা বিষয়ক অধিদপ্তরের অধীন সব হোস্টেলের (কর্মজীবী মহিলাদের জন্য) বিভিন্ন এলাকাভিত্তিক নীতিমালা প্রণয়ন করতে বলেছে কমিটি।
সভায় কমিটির সদস্য শবনম জাহান, লুৎফুন নেছা খান ও শাহাদারা মান্নান উপস্থিত ছিলেন। এছাড়া এ সময় মন্ত্রণালয়, অধিদপ্তর, বাংলাদেশ শিশু একাডেমি ও জয়িতা ফাউন্ডেশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

—-ইউএনবি