নিজস্ব প্রতিবেদক:
ঘন কুয়াশার কারণে সাড়ে আট ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (৫ জানুয়ারী) সকাল ১০টায় কুয়াশার ঘনত্ব কমে গেলে ফেরি চলাচল শুরু হয়। এর আগে গত মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় কুয়াশার ঘনত্ব বেড়ে যাওয়ায় দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ করে দেয় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)। বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) শিহাব উদ্দিন বলেন, ঘন কুয়াশায় নৌপথের বাতি অস্পষ্ট হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। ফেরি বন্ধের কারণে দৌলতদিয়া প্রান্তে কয়েকশ’ যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে। কুয়াশার ঘনত্ব কমে গেলে সকাল ১০টা থেকে পুনরায় ফেরি চালু করা হয়। বর্তমানে এই রুটে ১৬টি ফেরি দিয়ে যাত্রী ও যানবাহন পারাপার করা হচ্ছে। এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের লম্বা লাইন তৈরি হয়েছে। পারের অপেক্ষায় আটকে পড়েছে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকশ’ যানবাহন।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন