ঘূর্ণিঝড় মোখার কারণে ৬০ ঘন্টা বন্ধ থাকার পর সোমবার সকাল ১১টা থেকে চাঁদপুর-ঢাকা, নারায়ণগঞ্জ,সহ দেশের বিভিন্ন নৌ রুটে আবার যাত্রীবাহী লঞ্চ চলাচল শুরু করেছে।
বিআইডাব্লিউটিএ চাঁদপুর বন্দর ও পরিবহন কর্মকর্তা শাহাদাত হোসেন এ তথ্য জানান।
তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পক্ষ থেকে লঞ্চ চলাচলের সিদ্ধান্ত হওয়ার পর চাঁদপুর ঘাটে মাইকিং করে ঘোষণা হচ্ছে। বিষয়টি লঞ্চ মালিক পক্ষকেও জানানো হয়েছে।
সকাল ১০টায় লঞ্চঘাটে গিয়ে দেখা গেছে, লঞ্চ চলাচলের ঘোষণা করা হলেও ঘাটে যাত্রী সংখ্যা কম। লঞ্চগুলো সিডিউল ঠিক নেই। ঘাটে এমভি আব এ জম জম-১, এমভি সোনার তরী-৩, এমভি সোনার তরী-৪ অবস্থান করছে। পর্যায়ক্রমে সিডিউলের লঞ্চগুলো ঘাটে আসছে।
ঘাটে দায়িত্বরত ট্রাফিক পরিদর্শক আবদুর রহমান জানান, যাত্রী আসলে চলাচলে কোন সমস্যা হবে না। কারণ একাধিক লঞ্চ ঘাটে অবস্থান করছে। সকাল ১১টায় আব এ জম জম-১ লঞ্চটি সদর ঘাটের উদ্দেশ্যে চাঁদপুর থেকে ছেড়ে যায় ।
ওদিকে মহাবিপদ সংকেতের কারণে প্রায় ৫০ ঘন্টা বন্ধ থাকার পর আজ সকাল ৬টা থেকে চাঁদপুর হরিণা ফেরিঘাট থেকেও শরিয়তপুরের আলুরবাজার ফেরিঘাটে ফেরি চলাচল আবার শুরু করেছে বলে চাঁদপুর ঘাটের ম্যানেজার ফয়সল আলম চৌধুরী জানান।
—ইউএনবি
আরও পড়ুন
সশস্ত্র বাহিনীর নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতার মেয়াদ ফের বাড়লো
মুখ-গলার যে লক্ষণ ক্যানসারের ইঙ্গিত দেয়
ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৫৭ রোগী