চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সোমবার (৭ মার্চ) রাতে দুবাই ফেরত এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা। এসময় তার কাছ থেকে সাতটি স্বর্ণের বার ও এক হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করা হয়।
আটক যাত্রী হলেন মোহাম্মদ আরমান উদ্দিন।
কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের উপপরিচালক একেএম সুলতান মাহামুদ মঙ্গলবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা শারজাহ থেকে আসা যাত্রীর ল্যাগেজ পরীক্ষা করে তার কাছে পাওয়া স্বর্ণের বার ও সিগারেট ডিএম মূলে আটক করে কাস্টমস হাউসের গুদামে জমা দিয়েছে। উদ্ধার করা এসব স্বর্ণ ও সিগারেটের মূল্য আনুমানিক ৫২ লাখ টাকা বলে জানায় কাস্টমস।
এ ঘটনায় মামলার প্রস্তুতি এবং আসামি হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।\
—–ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী