January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 23rd, 2023, 7:14 pm

চট্টগ্রাম বিমানবন্দরে ২৩টি স্বর্ণের বার জব্দ, যাত্রী আটক

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পৌনে তিন কেজি ওজনের ২৩টি স্বর্ণের বার জব্দের দাবি করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। এ সময় একজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল দুবাই থেকে বিজি-১৪৮ ফ্লাইটে আসা যাত্রীর শরীর তল্লাশি করে লুকায়িত অবস্থায় ২৩টি স্বর্ণের বার (দুই দশমিক সাত কেজি প্রায়) জব্দ করা হয়।

আটক মোহাম্মদ জিয়া উদ্দিন হাটহাজারী থানার এনায়েতপুর এলাকার আবুল বাশারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর চট্টগ্রামের যুগ্ম পরিচালক সাইফুর রহমান বলেন, মোহাম্মদ জিয়া উদ্দিন নামের ওই যাত্রীর রেক্টামে আরও স্বর্ণের বার থাকার সন্দেহে স্ক্যানিং করে বের করার চেষ্টা অব্যাহত আছে।

সংবাদ সসেম্মলনে স্বর্ণ আটকের বিষয়ে বিস্তারিত জানাবে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

—-ইউএনবি