January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, March 7th, 2024, 7:31 pm

চট্টগ্রামে একই স্থানে দুই দফায় আগুন, দগ্ধ ১৫

চট্টগ্রামের বাঁশখালীতে গাড়ির গ্যারেজে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ১৫ জন দগ্ধ হয়েছেন। এতে পুড়ে গেছে পাঁচটি দোকান।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে উপজেলার বাহারচড়া ইউনিয়নের মোশাররফ আলী মিয়া বাজারের পশ্চিম কুল এলাকায় এ ঘটনা ঘটে।

আগুনে একটি গ্যারেজের সব মালামাল পুড়ে গেলেও বাকি চারটি দোকানের আংশিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।

আহতদের পরিচয় জানা যায়নি। তবে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানা গেছে।

বাঁশখালী ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আজাদুল ইসলাম বলেন, গাড়ির গ্যারেজে এই অগ্নিকাণ্ড হয়। গ্যারেজে ওয়ারিংয়ের কাজ করার সময় আগুন ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে যায়। তবে তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আনে।

অগ্নিকাণ্ডের পরে আবারও গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে অন্তত ১৫ জন আহত হয়েছেন। আহত সবাই স্থানীয় হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

উপজেলার বাহারছড়া পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) তানভীর বলেন, দুপুরে গ্যারেজে কাজ করার সময় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে আগুন স্থানীয়রা নিভিয়ে ফেলার পর হঠাৎ একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আবারও আগুন ধরে যায়। এসময় কয়েকজন আহত হয়। তাদের মধ্যে ১০ জনকে বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।

—–ইউএনবি