চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন পাহাড়ে ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ অভিযান শুরু করেছে জেলা প্রশাসন।
রবিবার সকাল থেকে শুরু হওয়া দিনভর চালানো অভিযানে ১৮৫টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে। এছাড়া মোট ৩০০টি বসতঘর ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে পূর্ব ফিরোজশাহ ১ নম্বর ঝিল এলাকায় ঝুঁকিপূর্ণ পাহাড়ে বসবাসরতদের উচ্ছেদ অভিযান শুরু করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে গঠিত টিম।
উচ্ছেদ কাজে জেলা প্রশাসনের পক্ষে সমন্বয় করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তৌহিদুল ইসলাম। তিনি বলেন, জেলা প্রশাসনের পাঁচজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে র্যাব, পুলিশ ও আনসারের সমন্বয়ে উচ্ছেদ অভিযান চলছে। প্রথম দিন বিকাল ৫টা পর্যন্ত ঝুঁকিপূর্ণ ১৮৫টি ঘর উচ্ছেদ করেছি। উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এর আগে গত শুক্রবার গভীর রাতে চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার বরিশাল ঘোনা ও বিজয় নগর এলাকায় টানা বৃষ্টির কারণে পৃথক পাহাড় ধসের ঘটনায় চারজন নিহত হন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২