January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, May 28th, 2023, 7:50 pm

চট্টগ্রামে বসতঘরে আগুন: নারী-শিশুসহ ৩ জনের মৃত্যু

ফাইল ছবি

চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামী থানার সৈয়দ পাড়া এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনায় এক পরিবারের নারী-শিশুসহ তিনজনের মৃত্যু হয়েছে।

রবিবার (২৮ মে) ভোর রাত ৫টার দিকে বসতঘরে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নূর নাহার বেগম (৩০), তার সন্তান মারুফ (১) ও প্রতিবেশি মো. ঈমাম উদ্দিন (২৩)।

এ ঘটনায় ফিরিয়া (৩) নামে এক শিশু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি আছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

চট্টগ্রাম মহানগরের বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস জাহান জানিয়েছেন, তোতা মিয়া নামে একজনের বসতঘরে মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়।

পুলিশ দু’টি বসতঘর থেকে চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দুপুরে মা ও শিশুসহ তিনজনের মৃত্যু হয়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের চিফ লিডার চিত্ত রঞ্জন বৈদ্য বলেন, ভোরে বায়োজিদের পূর্ব শহীদনগর এলাকায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুইটি টিম ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

—-ইউএনবি