January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, February 3rd, 2022, 8:18 pm

চট্টগ্রামে ভবনে আগুন, দুই বোন দগ্ধ

চট্টগ্রামে গ্যাসের চুলা থেকে লাগা আগুনে দুই বোন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১ টা ১৫ মিনিটে মহানগরীর বাকালিয়া থানার রাহাত্তারপুল এলাকার একটি ফ্ল্যাট বাড়ির পঞ্চম তলায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহতরা হলেন- ভবনের বাসিন্দা আলাউদ্দীন খালেদের দুই মেয়ে সাবরিনা খালেদ (২৩) ও সামিয়া খালেদ (১৮)।

তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

নগরীর চন্দনপুরা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. শহিদুল ইসলাম বলেন ‘আগুন লাগার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছার আগেই স্থানীয়রা নিভিয়ে ফেলে। এ সময় দুইজন নারী দগ্ধ হলে স্থানীয়রা উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।’

তিন আরও বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করছি গ্যাসের চুলা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। আগুন লাগার পর সম্ভবত বিস্ফোরণের কারণে ভবনটির পঞ্চম তলার একটি ফ্ল্যাটের দরজা ভেঙে গেছে। এছাড়া পাশের দুটি ফ্ল্যাটের দরজা ও জানালার কাঁচ ভেঙে গেছে। এছাড়া রান্নাঘরের কিছু আসবাবপত্র এবং শয়ন কক্ষের তোশক পুড়ে গেছে। তদন্ত করে বিস্তারিত বলা যাবে।’

—ইউএনবি