চট্টগ্রাম ও আশপাশের জেলায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো হতাহত বা ক্ষয়-ক্ষতির খবর পাওয়া যায়নি।
গতকাল শনিবার (২০ এপ্রিল) রাত ১০টা ৪৬ মিনিটে এ কম্পন অনুভূত হয়।
ভূমিকম্প পর্যবেক্ষণ ওয়েবসাইট ভলকেনো ডিসকাভারির তথ্য অনুযায়ী, স্থানীয় সময় রাত ১০টা ৪৬ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটির উৎপত্তি বন্দরনগরী থেকে ৪৩ কিলোমিটার দূরে।
মৃদু ভূমিকম্পটির অবস্থান ছিল ভারত সীমান্ত থেকে ৩৪ কিলোমিটার ও মিয়ানমার থেকে ৬৬ কিলোমিটার দূরে। ভূমিকম্পের কেন্দ্র ছিল ১০ কিলোমিটার গভীরে।
এ ব্যাপারে নগরীর পতেঙ্গাস্থ আবহাওয়া দপ্তরে ফোন করে কোনো তথ্য পাওয়া যায়নি।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন