January 15, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, January 22nd, 2022, 7:48 pm

চমক দেখালেন আদর-বুবলী

অনলাইন ডেস্ক :

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত পরিচালক সৈকত নাসির নির্মাণ করেছেন ‘তালাশ’। জুটি হিসেবে প্রথম সামনে আনলেন আদর আজাদ চৌধুরী ও শবনম বুবলীকে। ৪ ফেব্রুয়ারি মুক্তি পেতে যাওয়া এই ছবির প্রথম গান প্রকাশ হলো গত শুক্রবার। ‘মায়া মাখা’ শিরোনামের গানটিতে উঠে এসেছে আদর আজাদ ও শবনম বুবলীর প্রেমময় যন্ত্রণার গল্প। অনুমান করা গেল তাদের পর্দার রসায়ন। গানটি প্রকাশের পর থেকে এই জুটি সোশ্যাল হ্যান্ডেলে ভাসছেন প্রশংসার জোয়ারে। ‘তালাশ’ ছবির কাহিনি গড়ে উঠেছে একদল গান পাগল ছেলে-মেয়ের জীবনের গল্প নিয়ে। ছবিটিতে সুমন চরিত্রে অভিনয় করেছেন আদর। তিনি বলেন, ‘রোমান্টিক থ্রিলার ঘরানার গল্পের ছবি এটি। কাজটির জন্য অনেক পরিশ্রম করেছি। চেষ্টা করেছি নিজের সেরাটি দিতে। দর্শক প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখলে বুঝতে পারবেন। ভালো একটি সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে ভেবে খুবই ভালো লাগছে।’ ছবিটির কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। সেপ্টেম্বর সিনেমাটির শুটিং শুরু হয়। ঢাকা, কক্সবাজার, বিএফডিসি টানা শুটিংয়ের মাধ্যমে কাজ শেষ হয়। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। গানগুলোর শিরোনামÑ কল্পনা, মায়া মাখা, একটা রাস্তায়, রঙের দুনিয়া ও তুই নেই। গানগুলো লিখেছেন প্রসেনজিৎ ম-ল, রওনক ইকরাম ও সাদাত হোসাইন। কণ্ঠ দিয়েছেন ইমরান মাহমুদুল, দিলশাদ নাহার কণা, এ আর রাব্বী, দ্বীন ইসলাম শাহরুখ, ঐশী, আরিফ রহমান জয় ও মেজবাহ বাপ্পী। আদর-বুবলী ছাড়াও ছবিটিতে অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ। ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত হয়েছে ‘তালাশ’। দেশ বিদেশে পরিবেশনা করবে দ্য অভি কথাচিত্র।