অনলাইন ডেস্ক :
ইউক্রেনে রাশিয়ার আগ্রাসনের কারণে খাদ্যদ্রব্যের ক্রমবর্ধমান মূল্য এবং জ্বালানি খরচ বেড়ে যাওয়ায় বিশ্বের আরও ২৫ কোটি মানুষ চরম দারিদ্রসীমায় নামতে পারে। আন্তর্জাতিক দাতব্য সংস্থা অক্সফাম এই সতর্কবার্তা দিয়েছে। সংস্থাটি বলেছে, করোনা মহামারির কারণে সৃষ্ট অর্থনৈতিক সংকট বিশ্বকে এই নতুন চ্যালেঞ্জগুলোর দিকে ঠেলে দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সংস্থাটি দরিদ্র দেশগুলোর জন্য ঋণ পরিশোধ বাতিলসহ জরুরি আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান জানিয়েছে। অক্সফামের আন্তর্জাতিক নির্বাহী পরিচালক গ্যাব্রিয়েলা বুচার বলেছেন, ‘তাৎক্ষণিক মৌলিক পদক্ষেপ না নিলে আমাদেরকে চরম দারিদ্র্য এবং মানবতার সবচেয়ে গুরুতর পতনের সাক্ষী হতে হবে।’ আগামী সপ্তাহে বিশ্বব্যাংক এবং আইএমএফের বৈঠকের আগে মঙ্গলবার প্রকাশিত অক্সফামের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণগ্রস্ত সরকারগুলো জ্বালানি ও খাদ্য আমদানির ক্রমবর্ধমান ব্যয় মেটাতে জনগণের জন্য বরাদ্দ ব্যয় কমাতে বাধ্য হতে পারে। অক্সফাম জানিয়েছে, চলতি বছর এবং পরের বছরের জন্য ঋণের কিস্তি বাতিল করলে সবচেয়ে বড় ঋণের সম্মুখীন হওয়া কয়েক ডজন দেশ তাদের বাজেটের তিন হাজার কোটি ডলার ঘাটতি থেকে বাঁচতে পারে। বিশ্বব্যাংক ইতোমধ্যে পূর্বাভাস দিয়েছে যে, করোনা মহামারির কারণে চলতি বছর ১৯ কোটি ৮০ লাখ মানুষ চরম দারিদ্র্যসীমায় নেমে যেতে পারে। কিন্তু অক্সফাম জানিয়েছে, ইউক্রেনে আক্রমণ এবং ক্রমবর্ধমান জ¦ালানির দাম বিবেচনায় নেওয়া হলে আরও ছয় কোটি ৫০ লাখ মানুষ ঝুঁকির মধ্যে রয়েছে। এর ফলে আরও ২ কোটি ৮০ লাখ মানুষ অপুষ্টির শিকার হবে।
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
দাবানলে পুড়ছে হলিউড হিলস
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার