January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 7:36 pm

‘চলছে অ্যাওয়ার্ড বাণিজ্য’

অনলাইন ডেস্ক :

লাইট-ক্যামেরার দুনিয়া থেকে খানিকটা দূরে আছেন ওমর সানী। ব্যবসা আর পরিবার নিয়েই তার ব্যস্ততা। পর্দার জীবন থেকে দূরে থাকলেও সামাজিক যোগাযোগমাধ্যমে এ অভিনেতা বেশ সরব। ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেন ওমর সানি। পাশাপাশি বিভিন্ন ইস্যুতেও আওয়াজ তোলেন, নিজের মন্তব্য দেন। সোমবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দেন ওমর সানি। তাতে হইহই রব ওঠে নেটদুনিয়ায়। নিজের ছবি পোস্ট করে ওমর সানি লিখেছেন, ‘অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে। প্রায় ৮০ শতাংশ অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অফার ছিল আমাদের দুজনের। কিন্তু যাইনি। যখন ফিল করব যাওয়া উচিত তখন দেখা যাবে। আমাদের যাওয়া নিয়ে কিছু যায়-আসে না, কিন্তু তারপরও বলব, অ্যাওয়ার্ড বাণিজ্য চলছে।’ অভিনেতার এ পোস্টের কমেন্টস বক্সে তার সঙ্গে সহমত পোষণ করেছেন অনেকে। জাজ মাল্টিমিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা আলিম উল্যাহ লিখেছেন, ‘সব সময়, সব জায়গায়, দেরিতে হলেও টনক নড়ল।’ গীতিকার অনুরূপ আইচ লিখেছেন, ‘হা হা হা…ঈদের আগে কিছু ব্যবসায়ীর কাজ ব্যবসা করা। সেটা বৈধ বা অবৈধ কি না তা ভাবে কয়জন!’ ওমর সানীর অভিষেক হয়েছিল ১৯৯২ সালে। নুর হোসেন বলাইয়ের ‘এই নিয়ে সংসার’ সিনেমার মাধ্যমে। মৌসুমীর বিপরীতে প্রথমবার অভিনয় করেন ১৯৯৪ সালে। দিলীপ বিশ্বাসের ‘দোলা’ সিনেমায় দেখা যায় তাদের। খলনায়ক হিসেবেও সফলতা পেয়েছেন ওমর সানী। ২০০৩ সালে ‘ওরা দালাল’ সিনেমায় দেখা যায় তাকে। ১৯৯৬ সালের ২ আগস্ট মৌসুমীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন ওমর সানী। সানী-মৌসুমী দম্পতির দুই সন্তান, ফারদিন এহসান স্বাধীন ও ফাইজা।