নিজস্ব প্রতিবেদক, রংপুর :
কৃষি সচিব কৃষিবিদ ওয়াহিদা আক্তার বলেছেন, আমাদের কৃষকরা যাতে আলুর ন্যায্য মূল্য পায় সেজন্য আমরা রাশিয়া ও ভিয়েতনামে আলুর বাজার ধরতে কাজ করে যাচ্ছি। রাশিয়ার বাজার চালু হলে আমাদের কৃষকরা ভালো দাম পাবে। চলতি মৌসুমে বাংলাদেশ থেকে এক লাখ মেট্রিক টন আলু রপ্তানি লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। অচিরেই আমরা কৃষি পণ্যে রপ্তানিতে ভালো অবস্থানে যেতে পারবো।তিনি বলেন,দেশের স্বার্থে রপ্তানি প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।গতকাল রোববার দুপুরে রংপুরের পীরগাছা উপজেলায় উত্তম চাষাবাদ পদ্ধতিতে আলু রপ্তানি কার্যাক্রম উদ্বোধন কালে কৃষি সচিব ওয়াহিদা আক্তার এসব কথা বলেন।
জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থা এবং সারা বাংলা কৃষক সোসাইটি’র উদ্যোগে ও বিরাহীম আই এপিপি কৃষক সমবায় সমিতি লিমিটেড এর সহযোগিতায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন, বাংলাদেশে এফএও প্রতিনিধি রবার্ট ডি. সিম্পসন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (নীতি পরিকল্পনা ও সমন্বয়) ড. রুহুল আমিন তালুকদার, বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব আবদুল্লাহ সাজ্জাদ, এনডিসি, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক বাদল চন্দ্র বিশ্বাস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রংপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোঃ আফতাব হোসেন, এগ্রোমি এক্সপোর্ট-ইমপোর্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমা রহমান, বাংলাদেশ আলু রপ্তানিকারক সমিতি এর সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং বিরাহিম আলু উৎপাদনকারী সমবায় সমিতির আলু চাষী সালমা আক্তার ,আদুরী বেগম প্রমূখ,।
কৃষি সচিব আরো বলেন, বাংলাদেশ থেকে এখন মিষ্টি কুমড়া-পেয়ারা রপ্তানি হচ্ছে। কৃষি পণ্যে রপ্তানি বৃদ্ধি সরকারের অন্যতম লক্ষ্য। আলু রপ্তানিতে সরকার উৎসাহ প্রদান করছে। আমি এফএও এর এমএমআই এবং ডিএই, বিএডিসি, আলু রপ্তানিকারক সমিতি এবং উৎপাদনকারী সংগঠনগুলোর যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখায় তাদেরও প্রশংসা করেন। তৃণমূল পর্যায়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের উন্নয়নে এবং দেশের স্বার্থে রপ্তানি প্রক্রিয়া সহজ করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে দেশের প্রধান আলু উৎপাদনকারী অঞ্চল রংপুরে চতুর্থ বার্ষিক আলু রপ্তানির উদ্বোধনী আয়োজনে চারটি উৎপাদনকারী সমবায় সমিতি অংশগ্রহণ করে। এসময় কৃষি অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমনান মন্ডল , পীরগাছা উপজেলা চেয়ারম্যান শাহ মাহবুবার রহমান, ইউএনও মো: নাজমুল হক সুমনসহ রপ্তানি কারক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন। দুপুরে পরে কৃষি সচিব ওয়াহিদা আক্তার পীরগাছা উপজেলার নব্দীগজ্ঞে অহিমায়িত মডেল ঘরে আলু সংরক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন ।
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী