অনলাইন ডেস্ক :
‘কী আছে জীবনে আমার’ গান গেয়ে তুমুল শ্রোতাপ্রিয়তা লাভ করা মরমী গানের শিল্পী ইব্রাহীম আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহে রাজিউন)। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) সকাল ৯টা ১৫ মিনিটে তিনি মারা যান। গীতিকার দেলোয়ার আরজুদা শরফ শিল্পী মো. ইব্রাহীমের মৃত্যুর কথা নিশ্চিত করেন। তিনি আরও জানিয়েছেন, এদিন বাদ আসর রাজধানীর মিরপুরে এই শিল্পীর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, মো. ইব্রাহীম আশির দশকে গান গেয়ে বেশ জনপ্রিয়তা লাভ করেন। তিনি ১৯৭২ সাল থেকে সংগীত সাধনায় নিয়োজিত ছিলেন। তার গাওয়া আশির দশকের জনপ্রিয় ‘কি আছে জীবনে আমার’, ‘কোন একদিন আমায় তুমি খুঁজবে’, ‘জীবন চলার পথে ওগো বন্ধু, ‘তুমি কি কখনো জানতে চেয়েছো’ তুমুল জনপ্রিয়তা লাভ করেছিল। এখনো এই গানগুলো অনেকেই গান। তার গানের অনেক ভক্ত শ্রোতা রয়েছে।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব