চাঁদপুর-রায়পুর সড়কে সিএনজি চালিত অটোরিকশা ও প্রাইভেটকার মুখোমুখি সংঘর্ষে সিএনজিতে থাকা চার যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২০ মার্চ) দুপুরে সদর উপজেলার বাগাদী ইউনিয়নের ইচলি চৌরাস্তা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- বুলু বেগম, মামুন, মো. বিল্লাল ও মো. আলমগীর।
আহতদের চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নেওয়া হলে বুলু বেগমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার করা হয়। বাকি আহত মামুন, মো. বিল্লাল ও মো. আলমগীরকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চাঁদপুর মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক বলেন, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও সিএনজি জব্দ করা হয়েছে।
ঘটনাটি তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।
—–ইউএনবি
আরও পড়ুন
কাতারের আমিরকে ধন্যবাদ দিয়ে যা বললেন তারেক রহমান
শীতের সবজির বাজারে স্বস্তি, কমেছে পেঁয়াজ,ডিম-মুরগির দামও
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার