January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 28th, 2023, 8:35 pm

চাঁদপুরে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্য আটক

চাঁদপুরে শহরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ‘কিশোর গ্যাংয়ের’ ১৫ সদস্যকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে চাঁদপুর সদর মডেল থানা থেকে আটককৃতদের মুচলেকা রেখে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেয়া হয়।

আটক সবার বাড়ি শহর ও শহরতলীর বিভিন্ন এলাকায়।

এর আগে সোমবার (২৭ মার্চ) বিকাল থেকে রাত পর্যন্ত শহরের মিশন রোড, তালতলা স্টাফ কোয়ার্টার এবং বাসস্ট্যান্ড ফয়সাল মার্কেটের সামনে থেকে তাদেরকে আটক করা হয়।

জানা যায়, রবিবার (২৬ মার্চ) দিনগত রাত তারাবি নামাজের সময়ে শহরের মিশনরোড রেলক্রসিং এলাকায় কিশোর গ্যাংয়ের দুটি গ্রুপ সংঘর্ষে লিপ্ত হয়। পরে পুলিশ আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে। ওই ঘটনায় পুলিশ দুজনকে আটক করে।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুর রশিদ ঘটনার সত্যথা নিশ্চিত করেন।

তিনি বলেন, আটকদেরকে সতর্ক করে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। অভিভাবকদের দায়িত্বহীনতা ও খারাপ সঙ্গসহ নানা কারণে এই কিশোর গ্যাংয়ের সৃষ্টি।

তিনি আরও বলেন, মাহে রমজানে ইফতারের পর উঠতি বয়সের যুবকদের আড্ডারত অবস্থায় পেলেই আইনগত ব্যবস্থা নেয়া হবে। তারা রমজান মাসে নামাজের নাম করে বাসা থেকে বের হয়ে নানা অপরাধে লিপ্ত হয়।

আমাদের এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ওসি।

—-ইউএনবি