কম খরচে আম পরিবহনের জন্য চাঁপাইনবাবগঞ্জ থেকে এবারও ম্যাংগো স্পেশাল ট্রেনের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন এই ট্রেনের উদ্বোধন করেন।
এ সময় চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সামিল উদ্দিন আহমেদ শিমুল, চঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আব্দুল ওদুদ, পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।
ট্রেনটি প্রতিদিন বিকাল ৪টায় জেলার রহনপুর স্টেশন থেকে আম নিয়ে ছেড়ে এসে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আসবে এবং বিকাল ৬টায় চাঁপাইনবাবগঞ্জ রেলস্টেশন থেকে ঢাকার ট্রেনটি যাত্রা শুরু করবে রাজধানীর উদ্দেশ্যে।
পথিমধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন ১৪টি স্টেশনে থামবে এবং সর্বশেষ ঢাকার তেজগাঁও স্টেশনে পৌঁছবে রাত ১টা ১৫ মিনিটে।
ট্রেনটিতে সাতটি ওয়াগনে ৩০১ মেট্রিক টন আম পরিবহন করা যাবে।
চাঁপাইনবাবগঞ্জ থেকে প্রতি কেজি আম পরিবহনে খরচ হবে ১ টাকা ৩১ পয়সা।
রেলওয়ে সূত্র জানায়, ২০২০ সালের ৫ মে আম পরিবহনের জন্য প্রথমবারের মতো চাঁপাইনবাবগঞ্জ থেকে ম্যাংগো স্পেশাল ট্রেন চালু হয়।
—-ইউএনবি
আরও পড়ুন
প্রচন্ড শীতে যখন অজুর পরিবর্তে তায়াম্মুম জায়েজ
রাজনৈতিক দলগুলোর ঐক্যে ফাটল ধরানোর চেষ্টা চলছে: ফখরুল
ঘুরে আসুন সুযোগ পেলেই বিশ্বের অন্যতম সুন্দর ৭ স্থানে