January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 7th, 2022, 7:48 pm

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের ওপর হামলা: ৩৮৫ জনকে আসামি করে মামলা

চাঁপাইনবাবগঞ্জে নির্বাচনে পরাজিত ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য প্রার্থীর সমর্থকরা পুলিশের ওপর হামলার ঘটনায় ৩৮৫ জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

চাঁপাইনাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, সদর থানর উপপরিদর্শক (এসআই) ওসমান আলী বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২৫০ জনকে আসামি করা হয়েছে।

ওসি জানান, এই ঘটনায় এখন পর্যন্ত ১৫ জন আটক করা হয়েছে। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৫ জানুয়ারি) অনুষ্ঠিত ইউপি নির্বাচনে জেলার সদর উপজেলার ঝিলিমইউনিয়নের ৮নং ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন শরিয়ত আলী। নির্বাচনে নিজেদের পরাজয় মেনে নিতে না পেরে পরাজিত প্রার্থী মনিরুল ইসলাম মনি ও আব্দুল কুদ্দুস সেরাতাল এক হয়ে তাদের শতাধিক সমর্থকসহ লাঠিসোটা নিয়ে বৃহস্পতিবার বিকালে শরিয়ত আলীর বাড়িতে হামলা চালায়। খবর পেয়ে পুলিশ বাধা দিতে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। এই সময় তারা ইটপাকেল ও লাঠিসোটা নিয়ে পুলিশের ওপর হামলা করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনণে আনে।

হামলায় পাঁচ পুলিশ সদস্য আহত হন। এদের মধ্যে তিন জনকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

—-ইউএনবি