চাঁপাইনবাবগঞ্জে ৪ বছরের শিশু ধর্ষণ মামলার এক আসমিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) বিকালে রাজধানীর বাড্ডা এলাকা থেকে র্যাব-৫ ও র্যাব-১ এর যৌথ একটি দল তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার কাউসার আলী (৩৯) জেলার নাচোল উপজেলার চৌপুকুরিয়া এলাকার সাইদুর রহমানের ছেলে।
আজ শুক্রবার (১৮ আগস্ট) সকালে র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান র্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রিয়াজ শাহরিয়ার।
তিনি বলেন, কাউসার আলী গত ১২ আগস্ট গভীর রাতে তার শয়নকক্ষে ঘুমিয়ে থাকা ৪ বছরের শিশুটিকে হাত দিয়ে মুখ চেপে ধরে ধর্ষণ করে। ঘটনাটি জানাজানি হলে কাউসার পালিয়ে যায়। পর দিন ভুক্তভোগীর বাবা বাদী হয়ে এ ঘটনায় নাচোল থানায় মামলা দায়ের করেন।
কাউসার আলী শিশুটির আপন খালু বলে উল্লেখ করেন তিনি।
রিয়াজ শাহরিয়ার বলেন, মামলার এজাহার ও গণমাধ্যম থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তি করে র্যাব-৫ এর একটি দল ঘটনার ছায়াতদন্ত শুরু করে। নিজস্ব গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামির অবস্থান শনাক্ত করা হয়। এরপর বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে রাজধানীর বাড্ডা থানার পূর্ব বাড্ডা কবরস্থান রোড এলাকা থেকে র্যাব-৫ এবং র্যাব-১ এর যৌথ অভিযানে আসামিকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন র্যাব-১ এর মেজর মোহাম্মদ মাসুদ হায়দার এবং র্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকির।
কাউসার আলীকে চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।
—-ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি