January 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, March 5th, 2023, 10:47 am

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি গাঁজা জব্দ, আটক ২: র‍্যাব

চাঁপাইনবাবগঞ্জে ১২ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ এবং দুইজনকে আটকের দাবি করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার রাতে জেলা শহরের শান্তির মোড় এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁ জেলার মান্দা উপজেলার উত্তর শ্রীরামপুর এলাকার দেলোয়ার হোসেনের ছেলে রিপন মন্ডল(২৭) ও একই এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে সোহাগ সর্দার হামিদুল।

শনিবার রাতে র‌্যাব-৫ এর চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব ক্যাম্পের একটি দল শনিবার রাত ৯টার দিকে জেলা শহরের শান্তির মোড় এলাকায় অভিযান চালায়। এ সময় ১২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।

কোম্পানি অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রুহ-ফি-তাহমিন তৌকিরের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এ সময় কোম্পানি উপ-অধিনায়ক সহকারী পুলিশ সুপার আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন।

—-ইউএনবি