চাঁপাইনবাবগঞ্জে গোপন বৈঠক করার সময় ইসলামী ছাত্র শিবিরের ৫৭ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সংগঠনের বই, জিহাদি লিফলেট ও গেঞ্জি উদ্ধার করে পুলিশ। নাচোল উপজেলার নেজাপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে রবিবার সন্ধ্যায় দিকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নেতা-কর্মীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ জেলায় বলে জানিয়েছে পুলিশ।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান জানান, স্বপ্নপল্লী পার্কে শিবির নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ড করার জন্য সমবেত হয়েছে এমন খবরের ভিত্তিতে রবিবার সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এই সময় ১২ থেকে ১৩ বছরের অল্প বয়সি বেশ কিছু ছেলেসহ ২০২ জনকে আটক করে থানায় নিয়ে আসা হয়। সেখান থেকে সংগঠনের বিভিন্ন বই, জেহাদি লিফলেট, গেঞ্জি উদ্ধার করে পুলিশ। এর গভীর রাত পর্যন্ত যাচাই বাছাই শেষে সোমবার ৫৭ জনের বিরুদ্ধে নাচোল থানায় মামলা দায়ের করা হয়েছে।
—ইউএনবি
আরও পড়ুন
আওয়ামী লীগ দেশের ওলামাদের নিয়ে তাচ্ছিল্য করেছে —রংপুরে শামসুজ্জামান দুদ
রংপুরে এক্্র ক্যাডেটস্্ মিলনমেলা অনুষ্ঠিত
কোম্পানীগঞ্জে অস্ত্রসহ ব্যবসায়ীকে আটক করলো সেনাবাহীনী