অনলাইন ডেস্ক :
বিশ্ব ভালোবাসা দিবসকে সামনে রেখে নির্মাতা জিয়াউদ্দিন আলম নির্মাণ করেছেন ‘চিরকুট’ নামের নাটক। এতে জুটি বেঁধে অভিনয় করেছেন সালমান মুক্তাদির ও রোকেয়া জাহান চমক। এছাড়াও রয়েছেন সুস্মিতা সিনহা, হোসাইন সাঈদি, শিখা খান ও মোইন খান। আগামী শনিবার রাত ৮টায় আরটিভিতে নাটকটি প্রচারিত হবে। এ ছাড়া আরটিভির অফিসিয়াল ইউটিউ চ্যানেলে এটি উন্মুক্ত করা হবে। নাটকটির কাহিনি লিখেছেন বিদ্যুৎ রায় আর চিত্রগ্রহণ করেছেন জুয়েল হাসান। নাটকের গল্পে দেখা যাবে- উচ্চবিত্ত পরিবারের মেয়ে হৃদিতা। একদিন সকালে ছাদে ব্যায়াম করতে গিয়ে একটি গোলাপ ফুল ও সঙ্গে চিরকুট রাখা দেখলে কৌতূহলবশত আগ্রহী হয়ে ওঠে। সে ওই চিরকুটে নিজের ফোন নম্বর লিখে রেখে আসে।আর সেই সূত্র ধরে সোহানের সঙ্গে হৃদিতার প্রথম কথা বলা, তারপর বন্ধুত্ব এবং পরবর্তীতে ভালোবাসার সম্পর্ক তৈরি হয়। এভাবেই এর গল্প এগিয়ে যায়। নাটকের টাইটেল গানটি গেয়েছেন কাওসার খান ও প্রমা শেখ। এর কথা লিখেছেন পরিচালক নিজেই। সুর ও সংগীতায়োজন করেছেন কাওসার খান।
আরও পড়ুন
সাকিব এবং তামিমের বিদায় নিশ্চিত হয়েই গেল
প্রথমদিনেই বক্স অফিসে বাজিমাত
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত