January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, May 27th, 2022, 8:04 pm

চিলির দায়িত্বে আর্জেন্টাইন কোচ

অনলাইন ডেস্ক :

কাতার বিশ্বকাপ বাছাইয়ের ব্যর্থতা ঝেড়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে নতুন কোচ পেল চিলি। অভিজ্ঞ আর্জেন্টাইন কোচ এদুয়ার্দো বেরিস্সোকে নিয়োগ দিয়েছে লাতিন আমেরিকার দেশটি। চিলি ফুটবল ফেডারেশন গত বৃহস্পতিবার জানিয়েছে, চার বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বেরিস্সো। ২০১৮ রাশিয়া বিশ্বকাপে খেলতে ব্যর্থ চিলি এবারের আসরেও বাদ পড়ে যায় বাছাইপর্ব থেকে। এর প্রেক্ষিতে গত এপ্রিলে ওই সময়ের কোচ মার্তিন লাসার্তেকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। বেরিস্সো তার কোচিং ক্যারিয়ারের শুরু করেছিলেন ২০০৭ সালে, চিলির সহকারী কোচ হিসেবে। ওই সময় দলটির প্রধান কোচ ছিলেন সুপরিচিত কোচ মার্সেলো বিয়েলসা। ৫২ বছর বয়সী বেরিস্সো এরপর আর্জেন্টিনার ক্লাব এস্তুদিয়ান্তেস, দুই স্প্যানিশ ক্লাব সেভিয়া ও আথলেতিক বিলবাওকে কোচিং করান। সবশেষ ছিলেন প্যারাগুয়ের ডাগআউটে। চিলির মতো তারাও ব্যর্থ হয়েছে বাছাইয়ের বৈতরণী পার হতে। চিলির কোচ হিসেবে বেরিস্সোর পথচলা শুরু হবে আগামী মাসে দক্ষিণ কোরিয়া ও তিউনিসিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে।