January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, October 10th, 2021, 7:40 pm

চীনকে মোকাবিলায় লাদাখে ভারতের কামান

অনলাইন ডেস্ক :

চীনকে মোকাবিলায় লাদাখ সীমান্তে ‘কে-৯ বজ্র’ কামান মোতায়েন করেছে ভারত। শনিবার ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ মুকুন্দ নারভানে এতথ্য নিশ্চিত করেছেন বলে হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে। সেনাপ্রধান জানান, সীমান্তে কে-৯ বজ্র কামানের একটি রেজিমেন্ট মোতায়েন করা হয়েছে। গালওয়ান উপত্যকায় সংঘর্ষের পরও লাদাখে সেনা মোতায়েনসহ নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে চীন। এর পাল্টা জবাবে তৎপরতা শুরু করে ভারতও। সেই ধারাবাহিকতায় এবার কামান মোতায়েন করলো ভারত।
ভারতে এ কামানগুলো তৈরি হয়েছে দক্ষিণ কোরিয়ার অস্ত্র নির্মাতা সংস্থার প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে। ১০০টি বজ্র কামান রয়েছে ভারতের কাছে। প্রায় ৫০ কিলোমিটার দূরের লক্ষ্যে আঘাত হানতে সক্ষম এ কামানগুলো। এর আগে কারগিল সীমান্তে কে-৯ বজ্র কামানের সফল পরীক্ষা শেষ করে ভারতের সেনাবাহিনী। ভারত ও চীনের মধ্যে সীমান্ত নিয়ে গত প্রায়ই উত্তেজনার খবর পাওয়া যায়। নানা বৈঠকের পরও এ সমস্যার সমাধান হয়নি।