January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, March 14th, 2022, 1:10 pm

চীনের কাছে সামরিক সহায়তা চেয়েছে রাশিয়া: দাবি যুক্তরাষ্ট্রের

অনলাইন ডেস্ক :

ইউক্রেনে সামরিক অভিযান এগিয়ে নেয়ার জন্য রাশিয়া চীনের কাছে অস্ত্র ও আর্থিক সহায়তা চেয়েছে বলে হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান জানিয়েছেন। চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তা ইয়াং জিচির সাথে বৈঠকের আগে তিনি এ কথা জানান।

সোমবার ইতালির রোমে জ্যাক সুলিভানের সাথে চীনা পররাষ্ট্র নীতির শীর্ষ কর্মকর্তার বৈঠকের কথা রয়েছে।

জ্যাক সুলিভান চীনকে সতর্ক করে বলেন, রাশিয়ার বিরুদ্ধে আরোপিত আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থেকে শাস্তি এড়াতে সাহায্য করলে পরিণতি ভোগ করতে হবে।

রাশিয়াকে চীনের আর্থিক সহায়তা দেয়ার সম্ভাবনা প্রেসিডেন্ট জো বাইডেনের জন্য বেশ কয়েকটি উদ্বেগের মধ্যে একটি।

একজন মার্কিন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, সাম্প্রতিক দিনগুলোতে, ইউক্রেনের সাথে চলমান যুদ্ধে এগিয়ে যাওয়ার জন্য রাশিয়া সামরিক সরঞ্জামসহ চীনের কাছ থেকে অর্থ সহায়তার অনুরোধ করেছে। অবশ্য কি ধরনের সরঞ্জাম চেয়েছে কর্মকর্তা সে সম্পর্কে বিস্তারিত জানাননি।

‘ফিনান্সিয়াল টাইমস’ এবং ‘নিউইয়র্ক টাইমস’ এ বিষয়ে সংবাদ প্রকাশ করেছে।