অনলাইন ডেস্ক :
একটি ‘ঐতিহাসিক প্রস্তাব’ পাস করার মাধ্যমে চীনা কমিউনিস্ট পার্টি দেশটির রাজনৈতিক ইতিহাসে বর্তমান প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মর্যাদাকে পাকাপোক্ত করেছে। সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।চীনা কমিউনিস্ট পার্টির ১০০ বছরের ইতিহাসের সারসংক্ষেপে দলটির মূল অর্জন এবং ভবিষ্যতের দিকনির্দেশনার বিষয়গুলো তুলে আনা হয়। চীনা কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠার পর থেকে এ নিয়ে মাত্র তৃতীয় বারের মতো এমন কোনো প্রস্তাব পাস হলো। এর আগে ১৯৪৫ সালে মাও সেতুং এবং ১৯৮১ সালে দেং জিয়াওপিং প্রস্তাব পাস করেছিলেন। দলের ষষ্ঠ পূর্ণাঙ্গ অধিবেশনে গত বৃহস্পতিবার প্রস্তাবটি পাস হয়। এ অধিবেশন চীনের অন্যতম গুরুত্বপূর্ণ রাজনৈতিক বৈঠক হিসেবে পরিচিত। শি জিনপিং হলেন তৃতীয় চীনা নেতা, যিনি এ ধরনের একটি প্রস্তাব জারি করেছেন। এ পদক্ষেপের লক্ষ্য শি জিনপিংকে পার্টির প্রতিষ্ঠাতা মাও এবং তাঁর উত্তরসূরি দেং-এর সমতুল্য হিসেবে প্রতিষ্ঠা করা। কিছু পর্যবেক্ষক প্রস্তাবটিকে চীনা নেতাদের কয়েক দশকের বিকেন্দ্রীকরণ ব্যবস্থাকে ফিরিয়ে আনতে শি জিনপিংয়ের সর্বশেষ প্রচেষ্টা হিসেবে দেখছেন। এ প্রচেষ্টা দেংয়ের সময় শুরু হয়েছিল এবং জিয়াং জেমিনের মতো অন্যান্য নেতার মাধ্যমে তা অব্যাহত ছিল। এটি ইঙ্গিত করে যে, চীন হয়তো তথাকথিত ব্যক্তিকেন্দ্রিক রাজনৈতিক সংস্কৃতিতে ফিরে যাচ্ছে। চার দিনের রুদ্ধদ্বার অধিবেশনে চীনা কমিউনিস্ট পার্টির ১৯তম কেন্দ্রীয় কমিটির ৩৭০ জনেরও বেশি পূর্ণ ও বিকল্প সদস্য জড়ো হয়েছিলেন। এ নেতারা দেশটির শীর্ষ নেতৃত্বে রয়েছেন। সামনের বছর জাতীয় কংগ্রেসের আগে এ অধিবেশন ছিল চীনা কমিউনিস্ট পার্টির নেতাদের সবচেয়ে বড় ও সর্বশেষ বৈঠক। জাতীয় কংগ্রেসে শি জিনপিং প্রেসিডেন্ট হিসেবে ঐতিহাসিকভাবে তৃতীয় মেয়াদে থাকতে চাইবেন বলে ধারণা করা হচ্ছে। ২০১৮ সালে চীন একজন প্রেসিডেন্টের সর্বাধিক দুই মেয়াদে থাকার ক্ষমতায় থাকার নীতি বাতিল করে এবং কার্যকরভাবে তাঁকে আজীবন ক্ষমতায় থাকার অনুমোদন দেয়।
আরও পড়ুন
টিউলিপের বিকল্প খুঁজছে যুক্তরাজ্য সরকার
দাবানলে পুড়ছে হলিউড হিলস
তিব্বতে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৫৩