চুয়াডাঙ্গার দর্শনা উপজেলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে দুই বাংলাদেশি নিহত হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) রাতে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- একই গ্রামের হায়দার আলীর ছেলে সাজেদুর রহমান (২৭) ও শরিয়ত উল্লাহর ছেলে খাজা মঈনউদ্দিন (৩৫)। তারা দুজনই উপজেলার পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের ছোটঘরিয়া গ্রামের বাসিন্দা।
নাম প্রকাশে অনিচ্ছুক এক গ্রামবাসী জানান, রাতে গরু পাচারের জন্য দুই ব্যক্তি সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছে এবং তাদের গুলি করে হত্যা করা হয়েছে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, গরু আনতে সীমান্ত অতিক্রম করে দুইজন ভারতে গেছেন।
তিনি আরও জানান, অনুপ্রবেশের জন্য বিএসএফ তাদের গুলি করেছে এবং তাদের লাশ এখনও ভারতীয় ভূখণ্ডের মধ্যে রয়েছে।
তবে স্থানীয় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬) এ বিষয়ে কোনো মন্তব্য করেনি বলেও জানান ওসি।
—–ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন