চুয়াডাঙ্গায় পুলিশের হাত থেকে পালাতে গিয়ে নদীতে ঝাঁপ দেয়ার একদিন পর মাথাভাঙ্গা নদী থেকে ২৫ বছর বয়সী এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত টোকন আলী জেলার আলমডাঙ্গা উপজেলার নতুনপাড়া এলাকার অদুচ্ছ উদ্দিনের ছেলে।
হাটবোয়ালিয়া পুলিশ ক্যাম্পের সহকারী উপপরিদর্শক (এএসআই) জাহিদুল হক জানান, বুধবার দুপুর ১২টার দিকে ভাঁবাড়িয়া গ্রামের নদীর তীরে ঝোপের নিচে তাস খেলায় চারজনকে ধাওয়া করে তারা। চারজনের মধ্যে দুজনকে আটক করা হলেও বাকি দুজন নদীতে ঝাঁপ দেন।
এএসআই জানান, টোকন আলী নামে এক সবজি বিক্রেতা সাঁতার না জানার কারণে প্রবল জোয়ারে ভেসে যান। আর অন্য একজন সাঁতরে নিরাপদে স্থানে যেতে সক্ষম হন। পুলিশ ও স্থানীয় লোকজন বুধবার নদীতে উদ্ধার অভিযান চালিয়ে সারাদিন তাকে খুঁজে পায়নি।
বেআইনি কিছু না পাওয়ায় আটক দুজনকে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
পরে বৃহস্পতিবার বিকালে খুলনা ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল নতিডাঙ্গা ঘাট সংলগ্নের নদী থেকে নিখোঁজ যুবকের লাশটি উদ্ধার করে।
এই ঘটনাকে অপ্রত্যাশিত বলে উল্লেখ করেছেন জেলা পুলিশের অতিরিক্ত সুপার আনিসুজ্জামান লালন।
—ইউএনবি
আরও পড়ুন
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন
কোম্পানীগঞ্জে বাস চাপায় শ্রমিকের মৃত্যু,আহত ২