চুয়াডাঙ্গায় মাদরাসার এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার দর্শনা উপজেলার একটি মহিলা মাদরাসার এক পরিচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তি হলেন মাসুমা জান্নাত মহিলা মাদরাসার পরিচালক মুফতি গোলাম কিবরিয়া (৫৫)।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এইচ এম লুৎফুল কবির জানান, মাদরাসা পরিচালককে স্থানীয়রা পুলিশে সোপর্দ করেছে এবং ভুক্তভোগীর বাবার করা অভিযোগের পরিপ্রেক্ষিতে এ ব্যাপারে একটি ধর্ষণ মামলা করা হয়েছে।
অভিযোগে বলা হয়, কিবরিয়া শিশুটিকে হুমকি দিয়ে মাদরাসা সংলগ্ন হাল্ট স্টেশন এলাকার একটি ভাড়া বাসায় নিয়ে কয়েকবার ধর্ষণ করেন। পরে মেয়েটি তার সহপাঠীদের ঘটনাটি জানালে তার পরিবার বিষয়টি জানতে পারে।
স্থানীয়দের হাতে ধরা পড়লে কিবরিয়া তার অপরাধ স্বীকার করেছেন।
অতিরিক্ত উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা আহমেদ আলী বিশ্বাস জানান, ভুক্তভোগী শিক্ষার্থীর মেডিকেল পরীক্ষা করা হয়েছে এবং একজন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার জবানবন্দি রেকর্ড করেছেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
রংপুরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষ্যে ব্যাডমিন্টন প্রতিযোগিতার উদ্বোধন
রংপুরে প্রিপেইড মিটার স্থাপন বন্ধের দাবিতে নাগরিক কমিটির সংবাদ সম্মেলন