চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত থেকে ৯টি এয়ারগান উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ১১টার দিকে ফুলবাড়ী সীমান্ত এলাকায় এ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল শাহ মো. ইশতিয়াক জানান, গতরাত ১১টার দিকে ফুলবাড়ী বর্ডার আউট পোস্টের (বিওপি) টহলদল সীমান্তে টহল পরিচালনার গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে ফুলবাড়ী সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে অবৈধ অস্ত্রের চালান বাংলাদেশে প্রবেশ করবে।
গোপন খবর পেয়ে ফুলবাড়ী সীমান্ত ফাঁড়ীর রাত্রীকালীন টহল কমান্ডার নায়েক মো. ফারুক হোসেন ফোর্স নিয়ে ৮৫-৮৬ নম্বর পিলারের নিকট শূন্য লাইনের পাঁকা রাস্তার পাশে অবস্থান নেয়। এর কিছুক্ষণ পর এক ব্যক্তিকে মাথায় বস্তা নিয়ে বাংলাদেশে প্রবেশ করতে দেখলে অবস্থা নেয়া বিজিবি’র সশস্ত্র টহলদল তাকে ধাওয়া করে। তখন ওই ব্যক্তি বস্তাটি ফেলে দৌড়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবি সশস্ত্র টহলদল ফেলে যাওয়া বস্তাটি উদ্ধার করে।
উদ্ধার বস্তার ভেতরে তিনটি কার্টুনের মধ্যে থেকে ৯টি অত্যাধুনিক বিদেশি এয়ারগান উদ্ধার করতে সক্ষম হয়।
এ বিষয়ে দর্শনা থানায় অবৈধ অস্ত্র আইনে মামলাসহ আটক এয়ারগানগুলো জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় বিজিবি।
—ইউএনবি
আরও পড়ুন
অন্তর্বর্তী সরকার নিয়ে বিতর্ক থাকতে পারে না: হাইকোর্ট
ড. ইউনূসের ৫ মামলা বাতিলের রায়ে আইনি দুর্বলতা পাননি আপিল বিভাগ
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি