জেলার আলমডাঙ্গা পৌরসভায় ২৪ সেপ্টেম্বর এক বৃদ্ধ দম্পতিকে হত্যার ঘটনায় জেলার বিভিন্ন স্থান থেকে বৃহস্পতিবার ভোরে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-উপজেলার বজলুর রহমানের ছেলে শাহাবুল হক, পিন্টু রহমানের ছেলে রাজিব হোসেন, মাসুদ আলীর ছেলে বিদ্যুৎ আলি ও তাজ উদ্দিনের ছেলে সাকিল হোসেন।
চুয়াডাঙ্গার পুলিশ সুপার আবদুল্লাহ আল-মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জেলার পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
তিনি জানান, পুলিশ অভিযুক্তদের কাছ থেকে হ্যান্ড ব্যাগ, নগদ ৪৩ হাজার টাকা, মোবাইল ফোন ও অন্যান্য জিনিসপত্র উদ্ধার করেছে। তাদের আদালতে পাঠানো হবে।
২৪ সেপ্টেম্বর সকালে চুয়াডাঙ্গার আালমডাঙ্গার পুরাতন বাজারপাড়ার নজির উদ্দিন উদ্দিন ও তার স্ত্রী ফরিদা খাতুনের লাশ উদ্ধার করে আলমডাঙ্গা থানা পুলিশ। এ ঘটনায় নিহতের মেয়ে ডালিয়ারা পারভিন শিলা বাদী হয়ে ঘটনার পর দিন অজ্ঞাত ব্যাক্তিদের আসামি করে আলমডাঙ্গা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
—ইউএনবি
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
জামায়াতে আমিরের সঙ্গে একান্ত বৈঠক প্রধান উপদেষ্টার
চট্টগ্রাম আদালতের গায়েব হওয়া ১৯১১ নথির খোঁজ মেলেনি