January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, December 19th, 2021, 1:47 pm

চেইন অব কমান্ড মেনে চলুন, বিজিবি সদস্যদের প্রধানমন্ত্রী

ফাইল ছবি

চেইন অব কমান্ড মেনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের দেশপ্রেম, সততা ও শৃঙ্খলার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি বলেন, ‘আমি আশা করি আপনারা দেশপ্রেম, সততা এবং শৃঙ্খলার সাথে আপনার নিজ নিজ দায়িত্ব পালন করবেন।’

রবিবার প্রধানমন্ত্রী বিজিবি দিবস-২০২১ উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে এসব কথা বলেন। তিনি গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজধানীর পিলখানাস্থ বিডিআর সদর দপ্তরে ভার্চুয়ালি এই অনুষ্ঠানে যোগ দেন।

শেখ হাসিনা বিজিবি সদস্যদের উদ্দেশে বলেন, ‘মনে রাখবেন একটি সুশৃঙ্খল বাহিনীর জন্য শৃঙ্খলা ও চেইন অব কমান্ড সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকা শুক্তি।’

প্রধানমন্ত্রী বলেন, কখনও চেইন অব কমান্ড ভাঙবেন না। তাতে আপনার নিজেরেই ক্ষতি। চেইন অব কমান্ড মেনে চলা শৃঙ্খলা বাহিনীর অবশ্য কর্তব্য।

প্রধানমন্ত্রীর পক্ষে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বিজিবি সদস্যদের বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে বিজিবি পদক, রাষ্ট্রপতি বর্ডার গার্ড সার্ভিস মেডেল এবং বিজিবি পদক-সেবা বিতরণ করেন।

—ইউএনবি