January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, February 23rd, 2022, 7:46 pm

চোটের কারণে দল থেকে বাদ চাহার-সূর্যকুমার

অনলাইন ডেস্ক :

শ্রীলঙ্কার সঙ্গে মাঠের লড়াই শুরুর আগের দিন দুঃসংবাদ শুনল ভারত। চোটের কারণে পুরো টি-টোয়েন্টি সিরিজেই পেসার দিপক চাহার ও মিডল-অর্ডার ব্যাটসম্যান সূর্যকুমার যাদবকে পাচ্ছে না দলটি। ভারতীয় বোর্ড বিসিসিআইয়ের বুধবারের বিবৃতিতে জানানো হয়, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে চোট পান চাহার ও সূর্যকুমার। তা থেকে এখনও সেরে ওঠেনি তারা। তাদের বদলি হিসেবে কাউকে দলে যোগ করা হয়নি। কলকাতায় গত রোববারের ম্যাচে বোলিংয়ের সময় ডান পায়ের পেশিতে টান লাগে চাহারের। দ্বিতীয় ওভার করতে আসা এই পেসার পাঁচ বল করেই ছাড়েন মাঠ। ১.৫ ওভার করে ১৫ রান দিয়ে নেন দুই উইকেট। ক্যারিবিয়ানদের বিপক্ষে সিরিজ সেরা হওয়া সূর্যকুমার ওই ম্যাচে স্লিপে ফিল্ডিং করার সময় হাতে চোট পান। পরীক্ষায় তার হাতে ধরা পড়ে সূক্ষ্ম চিড়। ৩১ বলে ৬৫ রানের ইনিংস খেলেন তিনি। চোট পাওয়া দুই ক্রিকেটাররাই এখন ব্যাঙ্গালোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে থাকবেন। ভারত-শ্রীলঙ্কার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু বৃহস্পতিবার। পরের দুই ম্যাচ শনি ও রোববার।