January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, December 12th, 2022, 1:28 pm

ছাতকে ৭ এপিবিএনের অভিযানে ২টি চোরাই মোটর সাইকেলসহ আটক ২

জেলা প্রতিনিধি, সিলেট :

ছাতক টোল প্লাজায় ৭ এপিবিএন ( আমর্ড পুলিশ ব্যাটালিয়ান) সিলেট এর অভিযানে ২টি মোটর সাইকেলসহ ২ যুবকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার নেতরছই গ্রামের আং মতিন এর ছেলে আফজালুর রহমান ও ছাতক থানার মাধবপুর গ্রামের কয়েস মিয়ার ছেলে সাইদুল ইসলাম।
১১ ডিসেম্বর রবিবার বিকালে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন ছাতক সুরমা টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অপস এন্ড ইন্টেলিজেন্স উইং ৭ এপিবিএন সিলেট সুত্রে জানা যায়, ৭এপিবিএন সিলেট এর একটি দল ১১ ডিসেম্বর রবিবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন সুরমা সেতু টোল প্লাজা এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। অভিযানের সময় টোল প্লাজার সামনের রাস্তা থেকে বিক্রির জন্য নিয়ে আসা(লাল রংয়ের ইয়ামাহা এফজেডএস ও কালো রঙের বাজাজ ডমিনার) দুটি চোরাই মোটর সাইকেল (যার আনুমানিক মূল্য ৭ লক্ষ ষাট হাজার)সহ ২ যুবককে আটক করে ৭ এপিবিএন সিলেট।
এ ব্যাপারে ৭ এপিবিএন সিলেট এর এসআই মুহাম্মদ ইয়ার হোসেন বাদী হয়ে ছাতক থানায় একটি মামলা দায়ের করেছেন।