অনলাইন ডেস্ক :
প্যান ইন্ডিয়ান সিনেমা হিসেবে প্রথমবারের মতো একইসঙ্গে বাংলাদেশে মুক্তি পেতে চলেছে বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘জাওয়ান’ সিনেমা। বিশ্বব্যাপি ৭ সেপ্টেম্বর মুক্তি পেলেও যেহেতু দেশে শুক্রবার ছাড়া সিনেমা মুক্তি দেওয়ার নিয়ম নেই তাই কিং খানের বহুল প্রতীক্ষিত সিনেমাটি এ দেশের দর্শকরা দেখতে পাবেন ৮ সেপ্টেম্বর, শুক্রবার থেকে। এদিকে একই দিনে মুক্তি পাবে দেশি সিনেমা ‘অন্তর্জাল’। এর আগে বেশ কয়েক বার মুক্তির ঘোষণা এলেও বারবারই তা পিছিয়ে যায়। তবে এবার আর মুক্তি পেছাচ্ছে না বলে জানালেন এর নির্মাতা দীপংকর দীপন। এরমধ্যেই তিনি জানালেন, গত বৃহস্পতিবার বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে সিনেমাটি।
সংবাদ মাধ্যম অনুযায়ী, নির্মাতা বলেন, ‘চলতি মাসের মাঝামাঝি সময়ে সেন্সর বোর্ডে আমাদের সিনেমাটির প্রদর্শনী হয়েছে। সবাই বেশ প্রশংসা করেছেন। গত বৃহস্পতিবারেই ছাড়পত্র পেয়েছি। এবার আর ছবি মুক্তি পেছানোর সম্ভাবনা নেই। ৮ তারিখেই ‘অন্তর্জাল’ মুক্তি পাবে।’ একইদিনে ভারতীয় হিন্দি সিনেমা ‘জাওয়ান’ মুক্তি পাচ্ছে, এরজন্য বাড়তি কোনো চাপ অনুভব করছেন কিনা-এমন প্রশ্নে দীপন বলেন, ‘বাংলাদেশে শাহরুখ খানের বিশাল বড় একটা ফ্যানবেজ রয়েছে, তাছাড়া ‘জাওয়ান’ সিনেমাটি নিয়েও দর্শকদের মধ্যে একটা ক্রেজ রয়েছে। সেদিক থেকে একটা চাপ তো অবশ্যই আছে।
তবে আমাদের সিনেমাটি নিয়েও অনেক আত্মবিশ্বাস রয়েছে। দর্শকরা নিজের দেশের সিনেমা হিসেবে আমাদের ছবিটিকেই এগিয়ে রাখবেন, ভালোবাসা দেবেন।’ আইসিটি ডিভিশনের উদ্যোগে নির্মিত ‘অন্তর্জাল’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। সাইবার যুদ্ধ নিয়ে বাংলাদেশের প্রথম থ্রিলার সিনেমা এটি। এতে অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, এ বি এম সুমন, সুনেরাহ্ বিনতে কামাল প্রমুখ। অন্যদিকে, রেড চিলিজ এন্টারটেইনমেন্ট প্রযোজিত ‘জাওয়ান’ পরিচালনা করেছেন ‘থেরি’, ‘বিগিল’ খ্যাত দক্ষিণী নির্মাতা অ্যাটলি কুমার। এতে শাহরুখ খানের বিপরীতে অভিনয় করেছেন লেডি সুপারস্টার নয়নতারা। ছবিতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রা, সঞ্জীতা, ঋদ্ধি ডোগরা, যোগি বাবু, সুনিল গ্রোভার প্রমুখ। বিশেষ চরিত্রে দেখা দেবেন দীপিকা পাডুকোন, থালাপাতি বিজয় ও সঞ্জয় দত্ত।
আরও পড়ুন
সবসময় ছিল ইত্যাদি রাজনীতিমুক্ত : হানিফ সংকেত
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব