January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, March 14th, 2023, 7:26 pm

জাটকা ধরার অপরাধে চাঁদপুর-শরীয়তপুরের ১৭ জেলে গ্রেপ্তার

সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-মেঘনার অভয়াশ্রম এলাকায় জাটকা ধরার অপরাধে ১৭ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ছয় লাখ ৭৩ হাজার ৮০০ মিটার কারেন্ট জাল, পাঁচটি মাছ ধরার নৌকা ও ৭১ কেজি জাটকা জব্দ করার দাবি করা হয়।

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান ইউএনবিকে এসব তথ্য নিশ্চিত করে বলেন, সোমবার সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পৃথক অভিযানে তাদের মেঘনা-পদ্মার অভয়াশ্রম এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জেলেরা হলেন- আবু বক্কর মৃধা (২২), আবু কালাম মৃধা (২০), রতন মৃধা (৩১), সুমন মোল্লা (২৩), মিরা রাঢ়ী (১৯), রমিজ খান (৩৫), সুমন (২২), বোরহান উদ্দিন খালাসী (২০), হেলাল চৌধুরী (২২), সোহেল মিয়া (১৯), সজিব চৌকিদার (১৯), নাছির (২৬), রিয়াদ (২৪), মো. হুমায়ুন (৩০), আল-আমিন হোসেন (১৮), জুম্মান (১৯) ও মাহফুজ (১৯)। এদের বাড়ি শরীয়তপুর ও চাঁদপুর জেলায়।

তিনি আরও বলেন, তাদের বিরুদ্ধে চাঁদপুর সদর মডেল থানায় ইতোমধ্যে মৎস্য আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে।

জব্দ কারেন্ট জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। মাছ ধরার নৌকাগুলো মামলার আলামত হিসেনে নৌ থানা হেফাজতে রয়েছে বলে জানান ওসি।

জাটকাগুলো স্থানীয় এতিমখানা ও গরীব-দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়।

—-ইউএনবি