অনলাইন ডেস্ক :
কথায় বলে, সবকিছুরই শেষ আছে। কাতালান জায়ান্ট ক্লাব বার্সেলোনা যেমন নিজেদের শেষের সময়টা পার করছে। লিওনেল মেসি পিএসজিতে চলে যাওয়ার পর একসময়ের প্রতাপশালী দলটি এখন জিততে ভুলে গেছে। খেলায় নেই কোনো ছন্দ। এমন অবস্থা থেকে ক্লাবটিকে টেনে তোলার দায়িত্ব পেয়েছেন বার্সার সাবেক কিংবদন্তি ফুটবলার জাভি হার্নান্দেজ। কোচ হিসেবে নিজের অভিষেক ম্যাচেই জয় পেয়েছেন। এরপর জাভির প্রশংসায় পঞ্চমুখ হলেন লিওনেল মেসি। ২০১৫ সালে বার্সেলোনা থেকে বিদায় নিয়েছিলেন জাভি। তার প্রত্যাবর্তনে সমর্থকদের পাশাপাশি লিওনেল মেসিও খুশি। ‘মার্কা’কে দেওয়া সাক্ষাতকারে আর্জেন্টিনার সুপারস্টার বলেন, ‘জাভি এমন এক কোচ, যে অনেক কিছু জানে। এ ক্লাবের সবকিছু তার জানা আছে। শিশুকাল থেকেই সে এখানে আছে। তরুণদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। জাভি এমন একজন, যে বার্সেলোনাকে অনেক উঁচুতে নিয়ে যাবে। আমার মনে এ নিয়ে কোনো সন্দেহ নেই।’ কোচ হিসেবে কঠিন পরীক্ষা দিতে হবে জাভিকে। চ্যাম্পিয়নস লিগে বেনফিকার সঙ্গে না জিতলে শেষ ষোলোতে যাওয়া হবে না। খেলোয়াড়ী জীবনে জাভির প্রিয় বার্সা সতীর্থ ছিলেন মেসি। এবার জাভির কোচিংয়ে তিনি বার্সায় ফিরতে চান? জবাবে মেসি বলেন, ‘আমি সবসময়ই বলে এসেছি একদিন বার্সেলোনায় ফিরতে চাই। কারণ, যে উপায়েই হোক না কেন, ক্লাবকে সাহায্য করতে চাই। তাই কোনো উপায়ে যদি সাহায্য করতে পারি, অবশ্যই ফিরতে চাই।’
আরও পড়ুন
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
শেষ ওভারে ৩ ছক্কা ৩ চার, ৩০ রান নিয়ে রংপুরকে জেতালেন নুরুল
মোহামেডানকে হারালো আবাহনী দুই বছর পর