অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত হাইকমিশনার নার্দিয়া সিম্পসন জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে বৃহস্পতিবার সাক্ষাৎ করেছেন।
এসময় রাজনীতি ও অর্থনীতিসহ বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় আলোচনা করেন তারা।
জাতীয় পার্টি একটি বিবৃতিতে বলেছে, দুপুরে জিএম কাদেরের উত্তরার বাসভবনে তারা বৈঠকে মিলিত হন।
এতে বলা হয়, সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক এবং পারস্পরিক বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।
দলটি বলছে, নর্দিয়া সিম্পসন বাংলাদেশের মানুসেল বন্ধুসুলভ মানসিকতা ও আতিথেয়তার ভূয়সী প্রশংসা করেন।
জিএম কাদের আশা করছেন ভবিষ্যতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার বন্ধুত্ব আরও বাড়বে।
জাতীয় পার্টির উপদেষ্টা ও জাতীয় সাংস্কৃতিক পার্টির সমন্বয়ক শেরিফুল কাদের, দলের চেয়ারম্যানের বিশেষ দূত ও উপদেষ্টা মাশরুর মাওলা বৈঠকে উপস্থিত ছিলেন।
—ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল