আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পার্টির গোলাম মোহাম্মদ কাদেরের সঙ্গে নির্বাচনী জোট না করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেছেন দলটির প্রধান পৃষ্ঠপোষক ও কো-চেয়ারম্যান বেগম রওশন এরশাদ।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) গণভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করে বলেন, জিএম কাদের অবৈধভাবে জাতীয় পার্টির নেতৃত্ব দখল করেছেন। সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন চূড়ান্ত করার ক্ষেত্রে সুকৌশলে আমাকে বাদ দিয়েছেন। আমার সন্তান এরশাদ পুত্র সাদ এরশাদ ও দলের গুরুত্বপূর্ণ নেতাদের সরিয়ে দলের মধ্যে ক্যু করে নেতৃত্ব গ্রহণ করেছেন তিনি। আমরা প্রধানমন্ত্রীকে সব বিষয় জানিয়েছি।
দেশবাসীর কাছে গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করেছেন বলেও জানান তিনি।
রওশন বলেন, খণ্ডিত জাতীয় পার্টি ও গোলাম কাদেরের সঙ্গে কোনো নির্বাচনী জোট না করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছি।
তিনি বলেন, দ্বাদশ নির্বাচন অধিক গ্রহণযোগ্য করার জন্য সারাদেশে প্রতিযোগিতামূলক নির্বাচন নিশ্চিত করতে জাতীয় পার্টির পক্ষ থেকে অনুরোধ করেছি।
—-ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
কার দিকে, কেন তেড়ে গিয়েছিলেন তামিম
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব