January 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 4th, 2021, 7:37 pm

জিম্বাবুয়ে যাচ্ছে নারী ক্রিকেট দল

নিজস্ব প্রতিবেদক:

২০২২ সালে নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দলকে বাছাই পর্ব খেলতে হবে। জিম্বাবুয়েতে ২১ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর বাছাইপর্বের ম্যাচ অনুষ্ঠিত হবে। তার আগে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। জিম্বাবুয়ের উদ্দেশে জাহানারা-রুমানারা দেশ ছাড়বে শুক্রবার। বাছাই পর্বে আবার অধিনায়কও পরিবর্তন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক রুমানা আহমেদকে সরিয়ে উইকেটকিপার ব্যাটার নিগার সুলতানাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বাছাইয়ের আগে প্রস্তুতির অংশ নিহেবে বাংলাদেশ দল তিনটি ওয়ানডে খেলবে। ১১, ১৩ ও ১৫ নভেম্বর বুলাওয়েতে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ম্যাচ শেষেই শুরু হবে বাছাই পর্ব। বাছাইপর্বে তুলনামূলক সহজ গ্রুপে পড়েছে বাংলাদেশ দল। ২১ নভেম্বর হারারেতে আসরের উদ্বোধনী ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজরা। দুটি গ্রুপে ভাগ হয়ে বাছাইপর্বে অংশ নেবে ১০টি দল। বাংলাদেশ অবস্থান করছে গ্রুপ ‘বি’ তে। সেখানে তাদের প্রতিপক্ষ-পাকিস্তান, থাইল্যান্ড, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক জিম্বাবুয়ে। উদ্বোধনী ম্যাচ দিয়েই পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অন্যদিকে গ্রুপ ‘এ’ তে আছে আয়ারল্যান্ড, নেদারল্যান্ড, পাপুয়া নিউগিনি, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ। দশটি দল দুটি গ্রুপে ভাগ হয়ে খেলবে। পরে হবে সুপার সিক্স রাউন্ড। সেখান থেকে সেরা তিন দল মূল আসরে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও স্বাগতিক নিউজিল্যান্ড সরাসরি বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে।
বাছাইপর্বে বাংলাদেশ ম্যাচের সূচি:
২১ নভেম্বর: বাংলাদেশ ও পাকিস্তান (হারারে)
২৩ নভেম্বর: বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র (হারারে)
২৫ নভেম্বর: বাংলাদেশ ও থাইল্যান্ড (হারারে)
২৯ নভেম্বর : বাংলাদেশ ও জিম্বাবুয়ে (হারারে)
বাংলাদেশ দল : নিগার সুলতানা (অধিনায়ক), মুর্শিদা খাতুন, নুজহাত তাসনিয়া, ফারজানা হক পিংকি, রুমানা আহমেদ, রিতু মনি, নাহিদা আক্তার, সালমা খাতুন, জাহানারা আলম, লতা ম-ল, ফাহিমা খাতু, ফারিয়া ইসলাম, শারমিন আক্তার সুপ্তা, সোবহানা মোস্তারি, খাদিজা-তুল-কোবরা, সানজিদা আক্তার মেঘলা।
স্ট্যান্ডবাই: শারমিন সুলতানা ও সুরাইয়া আজমিম।