January 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 21st, 2022, 3:10 pm

জিম্বাবুয়েকে ৫ উইকেটে হারিয়ে সিরিজ জয় ভারতের

অনলাইন ডেস্ক :

দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক জিম্বাবুয়েকে পাঁচ উইকেটে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিয়েছে সফরকারী ভারত।

শনিবার হারারে স্পোর্টস ক্লাবে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় ভারত। ব্যাট করতে নেমে ৩৮.১ ওভারে ১৬১ রানে অলআউট হয়ে যায় জিম্বাবুয়ে। জবাবে ২৫.৪ ওভারে পাঁচ উইকেট হারিয়ে জয় নিশ্চিত করে ভারত।

জিম্বাবুয়ের পক্ষে শন উইলিয়ামস ৪২ এবং রায়ান বার্ল অপরাজিত ৩৯ রান করেন। ভারতের পক্ষে পেসার শার্দুল ঠাকুর ৩৮ রানে তিন উইকেট শিকার করেন।

জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই অধিনায়ক কেএল রাহুলকে হারায় ভারত। এরপর অভিজ্ঞ ওপেনার শিখর ধাওয়ান এবং শুভমান গিল দুজনেই ৩৩ রান করে করেন।

উইকেটরক্ষক-ব্যাটসম্যান সঞ্জু স্যামসন ৩৯ বলে অপরাজিত ৪৩ রান করে জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন।

এর আগে প্রথম ম্যাচে স্বাগতিকদের ১০ উইকেটে হারিয়েছিল ভারত। এর ফলে তিন ম্যাচের সিরিজে ভারত ২-০ ব্যবধানে এগিয়ে গেল।

একই মাঠে সোমবার দু’দলের মধ্যে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হবে।